কচুয়ায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২২ মার্চ ২০১৬

নির্বাচনী সহিংসতায় বাগেরহাটের কচুয়া উপজেলায় পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রাত ১০টায় বাগেরহাটের কচুয়ার মঘিয়া ইউনিয়নের চর সোনাকুল এলাকায় দুই ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষে এক স্কুলছাত্রসহ ১০ জন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ স্কুলছাত্র মুন্না ব্যাপারীকে (১৬) আশঙ্কাজনক অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কচুয়া সিএসএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

অপরদিকে, বাগেরহাটের বাড়পাড়া ইউনিয়নে কাপুরপুরা এলাকায় দুই ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
এসময় চারটি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

শওকত আলী বাবু/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।