মেহেন্দিগঞ্জের ৮ ইউনিয়নে আ.লীগ ৫, বিদ্রোহী ২
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ৮টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৮টির মধ্যে একটি ইউনিয়নের নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে। ৫ টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকী দু’টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী । মঙ্গলবার রাতে ইউনিয়নগুলোর দায়িত্বে থাকা স্ব স্ব রিটার্নিং অফিসার বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার মো. শওকত আলী রিটার্নিং অফিসারদের বরাত দিয়ে জানান, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান রিপন ৩ হাজার ৬১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী নিজামুদ্দিন আহম্মেদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৯৫ ভোট।
উলানিয়া ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলতাফ হোসেন সরদার ১৭ হাজার ২২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই ইউনিয়নে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফয়সাল চৌধুরী পেয়েছেন ৫৬২ ভোট।
চরগোপালপুর ইউনিয়নে ৪ হাজার ৫৬০ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসুল বারী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ঈ বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান টিটু পেয়েছেন ৫৮৬ ভোট।
ভাষানচরা ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম চুন্নু ৫ হাজার ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মজিবুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩২৪ ভোট।
বিদ্যানন্দপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. জলিল মিয়া ৬ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ছালাম কবির পেয়েছেন ৫৬৫ ভোট।
দড়িরচর-খাজুরিয়া ইউনিয়ন থেকে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোস্তফা বারী ৩ হাজার ৬২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. কাদের ১ হাজার ২৩৪ ভোট পেয়েছেন।
জাঙ্গালিয়া ইউনিয়নে ৩ হাজার ৯৫৩ ভোট পেয়ে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আ. কাদের ফরাজী বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হোসেন হাওলাদার ৩ হাজার ৭৪৯ ভোট পেয়েছেন।
চানপুর ইউনিয়নে অনিয়ম ও সংঘর্ষের কারণে এই ইউনিয়নের ফলাফল স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ১টি কেন্দ্রে পুনরায় নির্বাচনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মো. শওকত আলী।
সাইফ আমীন/এসএস/এমএস