যশোরে আলমগীর হত্যা মামলার আসামি খুন
যশোরের রাজারহাটে যুবলীগ নেতা আলমগীর হত্যা মামলার আসামি রাসেল (২৫) সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাসেল যশোরের শহরতলী মুড়লি খাঁ পাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বুধবার বিকেলে দুর্বৃত্তরা রাজারহাট এলাকায় রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, রাসেলের বিরুদ্ধে যুবলীগ নেতা আলমগীর হত্যাসহ অন্তত ৫টি মামলা রয়েছে। স্থানীয় সন্ত্রাসী চক্রের অভ্যন্তরীণ বিরোধের সূত্র ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে এ ঘটনায় কাউকে এখনও আটক করা যায়নি।
মিলন রহমান/এফএ/এমএস