বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রাহাত খান, পরিচালক সাইফুল আলম


প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৩ মার্চ ২০১৬

বিশিষ্ট কথা শিল্পী ও সাংবাদিক রাহাত খানকে চেয়ারম্যান করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। এ ছাড়া পরিচালনা বোর্ডের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে বুধবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সংবাদ সংস্থা অধ্যাদেশ-১৯৭২-এর ৯(২) মোতাবেক বাসস পরিচালনা বোর্ডের বর্তমান সদস্য দৈনিক বর্তমানের উপদেষ্টা সম্পাদক রাহাত খানকে বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো। তাঁর স্থলে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমকে পরিচালক পদে নিয়োগ দেয়া হলো।

এ ছাড়া বোর্ডের সদস্য লিয়াকত আলী মৃত্যুবরণ করায় তার শূন্যপদে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের প্রকাশক ও সম্পাদক বেগম ফেরদৌসি আলীকে বাসস পরিচালনা বোর্ডের সদস্য হিসাবে একই মেয়াদের জন্য নিয়োগ দেয়া হলো।

এসএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।