নাগরপুরে এগিয়ে আওয়ামী লীগ


প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৩ মার্চ ২০১৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন। এখন পর্যন্ত বেসরকারিভাবে আ.লীগ ৪টিতে, বিএনপি ২টিতে, আ.লীগ বিদ্রোহী ২টিতে ও বিএনপির এক বিদ্রোহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি একটি ইউনিয়নের ফলাফল এখনো জানা যায়নি।

১। নাগরপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. কুদরত আলী নৌকা প্রতীকে ৭ হাজার ৪৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হবি ধানের শীর্ষ প্রতীকে ৫ হাজার ৩৬৫ ভোট পেয়েছেন।

২। ধুবড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান নৌকা প্রতীকে ৫ হাজার ৬৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুর রহমান খান শাকিল আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৩০ ভোট।

৩। বেকড়া আটগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. শওকত হোসেন নৌকা প্রতীকে ২ হাজার ৭৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্দুল বারী পেয়েছেন ২ হাজার ২২৯ ভোট।

৪। মোকনা ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. আতাউর রহমান খান ধানের শীষ প্রতীকে ৫ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৩০০ ভোট।

৫। সলিমাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দাউদুল ইসলাম দাউদ নৌকা প্রতীকে ৪ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. এমদাদ হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২০০ ভোট।

৬। ভাদ্রা ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান খান ধানের শীষ প্রতীকে ৩ হাজার ১০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী মো. শওকত আলী চশমা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮০০ ভোট।

৭। সহবতপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. তোফায়েল মোল্লা ঘোড়া প্রতীকে ৭ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. আনিসুর রহমান আনিস নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১২ ভোট।

৮। মাহমুদনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আনোয়ার হোসেন আনারস প্রতীকে ৭ হাজার ১৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শেখ কামাল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৯ ভোট।

৯। গয়হাটা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান আসকর ঘোড়া প্রতীকে ৭ হাজার ৬০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শেখ শামছুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩০০ ভোট।

১০। দপ্তিয়র ইউনিয়নে বিএনপির প্রার্থী এম ফিরোজ সিদ্দিকী ধানের শীষ প্রতিকে ৫ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১০০ ভোট।

১১। পাকুটিয়া ইউনিয়নের ফলাফল এখনো হাতে আসেনি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।