বন্যার স্বাধীনতা পদক জয়ে সংবর্ধনা


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২৪ মার্চ ২০১৬

দেশ বরেণ্য রবীন্দ্র গানের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। আজ বৃহস্পতিবার, ২৪ মার্চ তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিল্পীর এই অর্জনে তাকে সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থা।

আগামীকাল শুক্রবার, ২৫ মার্চ এ অনুষ্ঠানটি হবে শাহবাগের গণগ্রন্থাগারের সেমিনার হলে। বিকাল সাড়ে পাঁচটার এ আয়োজনে উপস্থিত থাকবে দেশের প্রায় সব কয়টি রবীন্দ্রসংগীতবিষয়ক সংগঠন। জানিয়েছেন বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থার সভাপতি ও শিল্পী তপন মাহমুদ।

এবারের স্বাধীনতা পদক পাচ্ছেন বিনোদন অঙ্গনের দুই গুণী শিল্পী। বন্যা ছাড়াও অপরজন হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।