শ্রমজীবী কনভেনশন শুরু, খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীতে চলছে বিএনপির শ্রমজীবী কনভেনশন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এ কর্মসূচিতে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশন শুরু হয়।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য কারাবন্দিদের মুক্তি, জাতীয় সংসদ বিলুপ্তি ও দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে’ এ আয়োজন করা হয়।

শ্রমজীবী কনভেনশনে অংশগ্রহণকারীরা বিএনপির পতাকা ও স্লোগান সংবলিত ফেস্টুন এবং ব্যানার হাতে নিয়ে এগিয়ে আসছেন।

Bnp Open1

নেতাকর্মীদের আশা-বিএনপির শ্রমজীবী কনভেনশনে দেশের শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি-দাওয়ার কথা তুলে ধরা হবে। এক দফা দাবি বাস্তবায়নে সরকারকে চাপ প্রয়োগ করা হবে।

শ্রমজীবী কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজন কমিটির সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস।

কেএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।