আবারো ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং পেলো মেটলাইফ


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৬ মার্চ ২০১৬

আবারো ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) থেকে সর্বোচ্চ আর্থিক সক্ষমতা ও শক্তিশালী তহবিল কাঠামো রেটিং ট্রিপল এ পেয়েছে মেটলাইফ বাংলাদেশ।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বীমা কোম্পানিটি। ২০১০ সাল থেকে টানা ৬ষ্ঠ বারের মতো সম্মানজনক এ স্বীকৃতি পেলো মেটলাইফ।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেটলাইফের ক্রেডিট রেটিংয়ের এ অর্জন প্রতিষ্ঠানটির বীমাকারীদের দায়পূরণে সক্ষম তহবিল ও আর্থিক সামর্থ্যকে প্রকাশ করে।

এ স্বীকৃতি দেয়ার সময় বীমার প্রবিধানের প্রকৃতি ও বীমা আইন ২০১০ এবং এ সম্পর্কিত বিজ্ঞপ্তি ও নির্দেশনার পাশাপাশি আইডিআরএ থেকে ইস্যুকৃত অন্যান্য প্রায়োগিক আইন ও বিধিমালার সঙ্গে বীমা প্রতিষ্ঠানের সামঞ্জস্যতা যাচাই করে দেখে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

প্রতিষ্ঠানের আর্থিক অনুপাত, প্রতিবেদন ও অন্যান্য তথ্যের গুণগতমান এবং পরিমাণগত বিশ্লেষণের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং  প্রক্রিয়া সম্পন্ন হয়। এছাড়াও, প্রশাসনিক নীতি, বীমা ও তথ্য ব্যবস্থাপনা, কম্প্লায়েন্স এবং নানা বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির কাজের ভিত্তিতে এ মূল্যায়ন করে এই স্বীকৃতি দেয় সিআরএবি।

এবিষয়ে মেটলাইফ বাংলাদেশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আব্দুল কাদের জোয়াদ্দার বলেন, ‘গ্রাহকদের সম্ভ্যাব্য সকল সেবা দেয়ার ক্ষেত্রে আমাদের দক্ষতা ও দৃঢ় অঙ্গীকার রক্ষার প্রমাণ এ রেটিং।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।