২৮ তারিখ মাঠে থাকবে গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৬ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

২৮ অক্টোবর (শনিবার) বিএনপি-জামায়াতের পাশাপাশি একযোগে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের দ্বিতীয় বার্ষিকীতে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি নুরুল হক নূর।

নুরুল হক নূর বলেন, ২৮ তারিখে আমরাও রাজপথে থাকবো। সবাই এক হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করবো। আমাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বাধা মানবো না। আপনারা সবাই প্রস্তত থাকবেন। নেতারা নেতৃত্ব দেবেন। আপনারা মৌমাচির চাকের মতো তেড়ে আসবেন।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ২০০৬ সালে আওয়ামী লীগ গণতন্ত্র উদ্ধারের নামে লগী-বৈঠার যে তাণ্ডব করেছিল সেটি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ খুব ভয়ে আছে। আমরা যদি সবাই একজোট হয়ে ধাক্কা দেই, সরকার পড়ে যাওয়া সময়ের ব্যাপার।

নূর বলেন, আমরা শুরু থেকে মামলা হামলার শিকার হয়ে এ পর্যন্ত এসেছি। সারাদেশে আমাদের নেতাকর্মীরা অসহনীয় নির্যাতন সহ্য করেছে। আমাদের অনেক নেতাকর্মী জেলে আছে। আমরা থেমে যাইনি। জাগরণ তৈরি করেছি। তারেক রহমানের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তিনি বলেছেন, তোমাদের বয়স এখন ২৫ থেকে ৪০-এর মধ্যে। তোমরাই দেশটাকে রক্ষা করবে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে।

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা জাহান, গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

আরএ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।