নয়াপল্টনে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৫ এএম, ২৮ অক্টোবর ২০২৩

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ মহাসমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দলটিকে অনুমতি দেওয়া হয়েছে। মহাসমাবেশ ঘিরে সারাদেশ থেকে ঢাকায় আসছেন নেতাকর্মীরা।

এদের মধ্যে অনেকেই বিভিন্ন হোটেল-মোটেলে উঠলেও কেউ কেউ সরাসারি দলের কার্যালয়ের সামনে এসেছেন। তারা রাত্রিযাপনের জন্য দলের কার্যালয়ের সামনের সড়ক এবং আশপাশের ভবনের সিঁড়ি বেছে নিয়েছেন।

জয়পুরহাটের পাঁচবিবি থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাজিয়া সুলতানা মহাসমাবেশ উপলক্ষে শুক্রবার ঢাকায় এসেছেন। হোটেল কিংবা স্বজনদের বাসাবাড়িতে না উঠে সোজা চলে এসেছেন নয়াপল্টনে।

আরও পড়ুন: শঙ্কা-সম্ভাবনায় বিএনপির ‘ফাইনাল খেলা’

রাতেও এখানে থাকবেন তিনি। দলকে ভালোবেসে আরাম-আয়েশ ত্যাগ করে আন্দোলনের শরিক হতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি। রাজিয়ার মতো করে বাগেরহাটের খানজাহান আলী থেকে এসেছেন থানা সভানেত্রী মেহেরুন। তিনিও রাতে নয়াপল্টনেই থাকবেন।

jagonews24

শুধু নারীনেত্রীই নন। দূর-দূরান্ত থেকে এসেছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও। অনেকেই হাতের ব্যাগকে মাথার বালিশ বানিয়ে রাস্তায় শুয়ে পড়েছেন।

আরও পড়ুন: শান্তিপূর্ণ সমাবেশের পথে আওয়ামী লীগ-বিএনপি, জামায়াত নিয়ে চিন্তা

কুমিল্লার লাকসাম থেকে আসা যুবদলনেতা ইমরান হোসেন জানান, ঢাকায় ঘনিষ্ঠ স্বজনদের বাসা না থাকায় এখানেই রাত কাটাবেন। হোটেলে উঠলে পুলিশি তল্লাশি ও গ্রেফতারের শঙ্কা থাকে। তাই গ্রেফতার এড়াতে নয়াপল্টনে খোলা আকাশকেই বেছে নিয়েছেন তিনি।

কেএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।