তফসিলের প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের ডাক নুরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৬ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। আগামী রোববার ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) এ কর্মসূচি পালিত হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় তফসিলের প্রতিবাদে মিছিল শেষে কর্মসূচি ঘোষণা করেন নুরুল হক নুর।

আরও পড়ুন: জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি

তিনি বলেন, অবৈধ তফসিল ঘোষণায় সারাদেশে প্রতিবাদ শুরু হয়ে গেছে। এই সরকারকে কোনোভাবেই আরেকটি পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না। তারই প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করা হবে।

এসময় গণঅধিকার পরিষদ দল-মত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে ৪৮ ঘণ্টা হরতাল পালনের আহ্বান জানান।

আরও পড়ুন: জাতির উদ্দেশে ভাষণে যা বললেন সিইসি

এসএম/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।