জাতীয় পার্টি
দুই দিনে মনোনয়ন ফরম বিক্রি করে সাড়ে ৩ কোটি টাকা আয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি করে দুই দিনে জাতীয় পার্টির (জাপা) আয় হলো ৩ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে দ্বিতীয় দিন মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬২২টি ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকা। ৫৫৭টি মনোনয়ন বিক্রি করে প্রথম দিন গতকাল সোমবার (২০ নভেম্বর) জাপার আয় হয় ১ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকা।
মঙ্গলবার জাগো নিউজকে এসব তথ্য জানান জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি বলেন, গতকালের চেয়ে আজ ১০৫টি বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এছাড়া এ দুই দিনে শতাধিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা।
মঙ্গলবার সকাল থেকে কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন সংসদ সদস্য পদে বিভিন্ন আসনের জন্য মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিরা।
মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে। কর্মীদের হাতে ছিল নিজেদের সমর্থিত নেতার প্ল্যাকার্ড, ফেস্টুন, পোস্টার। ফরম সংগ্রহ শেষে আবার আনন্দ মিছিল করেছেন।
বিকেলে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, মানুষের মনে প্রশ্ন আছে ভোট কেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারবে কি না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ও সংশয় আছে। তাই আমরা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। আমরা কোনো জোট বা মহাজোট করবো না, আমরা ৩০০ আসনেই নির্বাচন করবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, বিভিন্ন মহল স্বার্থ সিদ্ধির জন্য ষড়যন্ত্র করছে। জাতীয় পাার্টির চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই।
এসএম/এমআইএইচএস/জেআইএম