দেশে আর নিশিরাতের নির্বাচন হতে দেওয়া হবে না: নুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৩ নভেম্বর ২০২৩

আগামীতে কে ক্ষমতায় আসবে তা দেশের জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে দেশে আর নিশিরাতের নির্বাচন হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নুর বলেন, ‘আমরা দেখেছি ২০ জন সাবেক আমলা মনোনয়নপত্র কিনেছেন। তারা চাকরিতে থাকা অবস্থায় এই সরকারের বেআইনি নির্দেশ পালন করেছেন, এখন শেষ বয়সে বিনা ভোটে এমপি হতে চান।’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নুর। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ দফা অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে গণঅধিকার পরিষদ।

এদিন বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে তা পল্টন মোড়, নাইটিংগেল মোড় হয়ে বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

সমাবেশে নুরুল হক নুর বলেন, ‘কিছু অভিনয়শিল্পী ও খেলোয়াড় আছেন- তারাও আজ বিনা ভোটের এমপি হতে চান। সরকারও ২০১৪ ও ২০১৮ মার্কা নির্বাচন করতে মরিয়া। আমাদের কথা স্পষ্ট, বাংলাদেশে আর নিশিরাতের নির্বাচন হতে দেওয়া হবে না।’

এসময় সরকারের উদ্দেশ্যে নুর বলেন, ‘শিগগির পদত্যাগ করুন। পদত্যাগের পরে সংলাপ-সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন সরকার ঠিক করা হবে। তারাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ নেবে।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘বিরোধীদলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে। পত্রিকার খবরে দেখলাম, নির্বাচনের আগে আড়াই মাসে বিএনপির ৩৬২ জন নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার বিরোধীদলকে নির্বাচনে আনতে এমন দমন-পীড়ন শুরু করেছে। গণঅধিকার পরিষদকে নিয়েও নানা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা দলীয় সরকারের অধীনে কোনো পাতানো নির্বাচনে যাবো না।’

এসএম/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।