কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভাসানী ভবনের সামনে থেকে শুরু করে পলওয়েল মার্কেটের সামনে দিয়ে ইউটার্ন করে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সামনে এসে শেষ হয়।
মিছিলে আয়োজক সংগঠনের সভাপতি মেহেদী হাসান হিমেল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান ইকবালসহ অর্ধশত নেতাকর্মী অংশ নেন।
কেএইচ/এমএএইচ/এএসএম