ফখরুলের বিরুদ্ধে সমন জারি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমারে দের আদালত এ আদেশ দেন।
গত ২৪ আগস্ট সকাল ১০টায় বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি এবং তার দলকে খুনির দল বলে বক্তব্য রাখেন। সংবাদ মাধ্যমে এ বক্তব্য প্রকাশিত হওয়ার পর গত ১ সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম নূরে আলম সিদ্দিকী বাদী হয়ে সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।