ফখরুলের বিরুদ্ধে সমন জারি


প্রকাশিত: ০৭:১৭ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমারে দের আদালত এ আদেশ দেন।

গত ২৪ আগস্ট সকাল ১০টায় বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি এবং তার দলকে খুনির দল বলে বক্তব্য রাখেন। সংবাদ মাধ্যমে এ বক্তব্য প্রকাশিত হওয়ার পর গত ১ সেপ্টেম্বর তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম নূরে আলম সিদ্দিকী বাদী হয়ে সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।