খালেদার মামলার বিচারককে বদলি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়কে পরিবর্তন করা হয়েছে। আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার এই বদলির আদেশ জারি করে।
জানা গেছে, ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়কে পটুয়াখালীতে বদলি করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদার।
আইন ও বিচার বিভাগের দায়িত্ব¡প্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক জানান, বৃহস্পতিবার এ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত এসেছে। আজই আদেশ জারি হয়।
উল্লেখ্য, রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজের অস্থায়ী আদালতে গত ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ দুটি মামলার বিচার শুরু হয়। মামলা দুটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
তবে খালেদা জিয়া এ মামলার বিচারক নিয়োগের বৈধতা এবং অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগ পর্যন্ত গেলেও সর্বোচ্চ আদালত তা খারিজ করে দেয়। এ মামলার আদালত পরিবর্তনের জন্য খালেদার দুটি আবেদন বর্তমানে হাই কোর্টে রয়েছে।