খেলাফত মজলিসের আমির বাছিত মহাসচিব কাদের

খেলাফত মজলিসের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব নির্বাচিত হয়েছেন ড. আহমদ আবদুল কাদের।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে শাহজাহানপুর মাহবুব আলী ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য ১১৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হচ্ছেন, নায়েবে আমির- মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা হাফিজ মজদুদ্দিন আহমদ, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা আবদুল কাদির সালেহ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ।
যুগ্ম মহাসচিব হলেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সদরুজ্জামান খান, ডা. এ এ তাওসিফ।
সাংগঠনিক সম্পাদক হলেন, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অধ্যাপক ড. আহমদ আসলাম, মাওলানা সামছুজ্জামান চৌধুরী, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক মাওলানা এসএম খুরশিদ আলম, মাওলানা শেখ সালাহ উদ্দিন। এছাড়া সহকারী সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, ডা. হাসানুজ্জামান হেলাল, ডা. আসাদুল্লাহ, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, বোরহান উদ্দিন সিদ্দিকী, মাওলানা হাফেজ আবু সালমান, অধ্যক্ষ আবদুল হান্নান।
বায়তুলমাল সম্পাদক হলেন আলহাজ্ব আবু সালেহীন। সহকারী বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম মাহবুবুল আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালমান, প্রশিক্ষণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমীন সাদী, প্রচার, প্রকাশনা ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক।
দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি শিহাবুদ্দীন, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ মাওলানা শায়খুল ইসলাম, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. মাহবুবুর রহমান, সহকারি দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন বেগম, মহিলা বিষয়ক সহকারী সম্পাদিকা রায়হানা লোপা।
নির্বাহী সদস্য- মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা মোহম্মদ আলী, মাওলানা আবদুল হাই, মাওলানা সাইয়্যেদুর রহমান, অধ্যাপক ড. মাহবুব মোরশেদ, মাওলানা মাহবুবুর রহমান হানিফ, মাওলানা আফতাব উদ্দিন, কাজী আসাদ উল্লাহ, আলহাজ্ব নূর হোসেন, সাখাওয়াত হোসাইন মোহন, মাওলানা সামসুদ্দিন, মাওলানা আহমদ বেলাল, কাজী ফিরোজ আহমদ, সিরাজুল ইসলাম, হাফেজ জিন্নত আলী, মাওলানা নেহাল আহমদ, মাওলানা নুরুল হক, মাওলানা হোসাইন নূরী চৌধুরী, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, মাওলানা নজরুল ইসলাম মাজহারী, শায়খুল হাদীস মাওলানা আবদুস সামাদ, মাওলানা নুরুল আমিন, গোলাম মোস্তফা, মাওলানা আবু সাঈদ, কর্ণেল (অব.) ডা. এমদাদুল হক, আমির আলী হাওলাদার, মাওলানা নাসির উদ্দিন, অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম, সভাপতি-ঢাকা মহানগরী দক্ষিণ, সভাপতি-ঢাকা মহানগরী উত্তর, সাধারণ সম্পাদক-ঢাকা মহানগরী দক্ষিণ, সাধারণ সম্পাদক ঢাকা মহানগরী উত্তর এবং মহিলা সদস্য ৩৫ জন।
এসময় খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণ-অভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না। দেশ আবারো গভীর খাদের কিনারায় পৌঁছাবে যেখান থেকে উত্তরণ অসম্ভব হয়ে দাঁড়াবে।
এএএম/এসআইটি/জেআইএম