মালয়েশিয়ার জোহর প্রদেশে বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৭ জুলাই ২০২৫

মালয়েশিয়ার জোহর প্রদেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) এসব অভিযান পরিচালনা করা হয়।

আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন। এদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বৈধ পাস বা পারমিট ছাড়া বিদেশি কর্মীদের উপস্থিতি সম্পর্কে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়েছিল। আটকদের বিরুদ্ধে আরও তদন্ত করা হচ্ছে।

পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানান মোহাম্মদ রুশদি।

বিএ/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]