গোপালগঞ্জ
হামলার নিন্দা জানালো এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত গোপালগঞ্জের পূর্বঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার ঘটনায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যম সূত্রে জানা যায়, সমাবেশ শুরুর আগেই ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র ক্যাডাররা সমাবেশস্থলে হামলা চালায়। তারা মঞ্চ, ব্যানার ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে এবং এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন।
১৭ জুলাই, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া এক বিবৃতিতে জানায়, এই হামলা কেবল একটি রাজনৈতিক দলের ওপর নয়—এটি মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।
সংগঠনটির উত্থাপিত দাবিসমূহ:
১. গোপালগঞ্জে সংঘটিত হামলার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা;
২. হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান;
৩. আহতদের সুচিকিৎসা ও পরিবারকে ক্ষতিপূরণ প্রদান;
৪. ভবিষ্যতে সব রাজনৈতিক ও নাগরিক সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা;
৫. সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ ও প্রশাসনিক ব্যর্থতার দায় স্বীকার করা।
সংগঠনটি দেশের সচেতন নাগরিক, তরুণ সমাজ ও রাজনৈতিকভাবে দায়িত্বশীল সব মহলের প্রতি আহ্বান জানিয়েছে—এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এমআরএম/জেআইএম