মালয়েশিয়ায় এসএলসিএস অ্যাওয়ার্ড পেলেন গাজী আবু হোরায়রা

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৮ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় এসএলসিএস অ্যাওয়ার্ড পেয়েছেন গাজী আবু হোরায়রা। শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, আলোর সেতার শহরের অভিজাত রেস্টুরেন্টে ‌‘এরাবিয়ান ডেলিগেটে’ বাংলাদেশ মুসলিম কমিউনিটির উদ্যোগে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষক-ছাত্রদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের নেতৃত্বে ডেপুটি হাই-কমিশনার মোছা. শাহানারা মনিকা ও কাউন্সেলর বাণিজ্যিক প্রণব কুমার ঘোষ, কাউন্সেলর (কনস্যুলার) মো. মুর্শেদ আলম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রফেসর ড. রবিউল ইসলাম, ড. মাহফুজুর রহমান, মো. মোশাররফ হোসেন, মো. আব্দুল নাকিব, মো. ফারুক হোসেনসহ শতাধিক ব্যবসায়ী ও ছাত্র উপস্থিত ছিলেন।

বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীদের নেতৃত্ব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সেক্রেটারি গাজী আবু হোরায়রা স্টুডেন্ট লিডারশিপ অ্যান্ড কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন। বাংলাদেশ হাইকমিশনারের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

মালয়েশিয়ায় এসএলসিএস অ্যাওয়ার্ড পেলেন গাজী আবু হোরায়রা

গাজী আবু হোরায়রা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছেন। তিনি প্রবাসী শিক্ষার্থীদের কল্যাণ, অ্যাকাডেমিক সহায়তা এবং সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

পুরস্কার প্রাপ্তির পর তিনি বলেন, এই সম্মাননা কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের ঐক্য, পরিশ্রম ও নিবেদনের প্রতিফলন। এটি আমাকে আরও অনুপ্রাণিত করবে প্রবাসী শিক্ষার্থীদের কল্যাণ ও বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নিরলসভাবে কাজ করার জন্য।

তিনি ধন্যবাদ জানান সংশ্লিষ্ট সবাইকে, যারা সবসময় পাশে থেকে সহযোগিতা ও অনুপ্রেরণা জুগিয়েছেন। এ অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশি শিক্ষার্থীরা শিক্ষা, নেতৃত্ব ও সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]