মালয়েশিয়ায় পুলিশের ওপর হামলায় ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী
কুয়ালালামপুরের কাম্পুং সুঙ্গাই বারু এলাকায় বিশেষ অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল। তিনি এ ঘটনাকে ‘জঘন্য ও অসভ্য কাজ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান।
ডাং ওয়াঙ্গি পুলিশপ্রধান সহকারী কমিশনার সুলিজমি অ্যাফেন্ডি সুলাইমান বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযানের সময় অজ্ঞাত ব্যক্তির নিক্ষেপ করা পাথরে মাথায় আঘাত পান। তার রক্তাক্ত অবস্থার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জনমনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের ঘটনা যেখানে একজন সরকারি কর্মচারী আহত হয়েছেন, এটি একেবারেই অগ্রহণযোগ্য। আমি কর্তৃপক্ষকে অবিলম্বে তদন্ত পরিচালনা করে দায়ীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছি।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা, কল্যাণ এবং নিরাপত্তা বাহিনীর অখণ্ডতা সরকারের অগ্রাধিকারের বিষয়। তবে তিনি স্মরণ করিয়ে দেন, ফেডারেল সংবিধান শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করলেও, স্বাধীনতার অপব্যবহার করা যাবে না।
সাইফুদ্দিন সতর্ক করে বলেন, সরকার সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সমাবেশের অধিকারের অপব্যবহার, অস্থিরতা তৈরি বা মিথ্যা তথ্যের মাধ্যমে ঘৃণা উসকে দেওয়ার কোনও প্রচেষ্টার সাথে আপস করবে না।
এমআরএম/জেআইএম