ট্রান্সপোর্ট ফর লন্ডনে সাইবার হামলায় দুই কিশোর অভিযুক্ত
লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)-এ সংঘটিত এক বৃহৎ সাইবার হামলার ঘটনায় দুই কিশোরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। এই হামলায় টিএফএল- এর কার্যক্রমে একদিকে যেমন দীর্ঘমেয়াদি ব্যাঘাত সৃষ্টি হয়েছিল তেমনি অন্যদিকে বিপুল আর্থিক ক্ষয়-ক্ষতিও সাধিত হয়েছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)-র তথ্য অনুযায়ী, এই হামলাটি ২০২৩ সালের ৩১ আগস্ট শুরু হয়েছিল এবং এটি সাইবার অপরাধী গোষ্ঠী ‘স্ক্যাটার্ড স্পাইডার’-এর সদস্যদের দ্বারা পরিচালিত বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তরা হলেন পূর্ব লন্ডনের ১৯ বছর বয়সী তালহা জুবায়ের এবং ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়ালসল এলাকার ১৮ বছর বয়সী ওয়েন ফ্লাওয়ার্স।
গত ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার এনসিএ এবং সিটি অব লন্ডন পুলিশ তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে। ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে তাদের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির করা হয় এবং কম্পিউটার মিসইউজ অ্যাক্ট-এর আওতায় টিএফএল-এর বিরুদ্ধে অনুমোদনবিহীন কর্মকাণ্ড পরিচালনার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হন। আদালত তাদেরকে পরবর্তী শুনানির জন্য সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে পাঠিয়েছে এবং ততদিন পর্যন্ত তাদেরকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
টিএফএল জানিয়েছে, এই সাইবার হামলার ফলে তাদের প্রায় ৩৯ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের ক্ষতি হয়েছে। ট্রেন, বাসসহ পরিবহন সেবাগুলো চালু থাকলেও অনেক অনলাইন সেবা ও তথ্য বোর্ড তিন মাস ধরে বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ সহস্রাধিক গ্রাহককে জানানো হয় যে তাদের ব্যক্তিগত তথ্য, যেমন ব্যাংক হিসাব নম্বর, সোর্স কোড, নাম, ইমেইল এবং বাসার ঠিকানা চুরি হয়ে থাকতে পারে।
উপরন্তু, টিএফএল -এর পঁচিশ হাজার কর্মীকেও পরিচয় যাচাইয়ের জন্য রাজধানীর বিভিন্ন অফিসে ডেকে নেওয়া হয়, যা ছিল একটি দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার কার্যক্রমের অংশ।
আদালতে জানানো হয় যে, এই সাইবার হামলা সংঘটিত হওয়ার সময় ওয়েন ফ্লাওয়ার্স জামিনে ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা সংস্থা এসএসএম হেল্থ কেয়ার করপোরেশন ও সাটার হেল্থ-এর নেটওয়ার্কে অনুপ্রবেশে চেষ্টার অভিযোগও আনা হয়েছে।
ন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিটের প্রধান ডেপুটি ডিরেক্টর পল ফস্টার বলেন, এই অভিযোগ গঠন একটি দীর্ঘ ও জটিল তদন্তের গুরুত্বপূর্ণ ধাপ। এই হামলা যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো টিএফএল-এর কর্মকাণ্ডে শুধু ব্যাপক ব্যাঘাতই ঘটায়নি, বরং কোটি কোটি পাউন্ড ক্ষতির কারণও হয়েছে।
এই ঘটনার পর টিএফএল এক বিবৃতিতে এনসিএ-র পদক্ষেপকে স্বাগত জানায় এবং আশাবাদ ব্যক্ত করে যে এ ধরনের সাইবার হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এএমএ/এএসএম