গাজা শান্তিচুক্তি বাস্তবায়নের পথে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুপার

এস ইসলাম
এস ইসলাম এস ইসলাম , লন্ডন থেকে
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার/ছবি-পার্লামেন্টের অফিসিয়াল সাইট

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায় গাজা নিয়ে একটি শান্তিচুক্তি বাস্তবায়নের পথে এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ঐক্যবদ্ধ। তার মতে, দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাত ও মানবিক বিপর্যয়ের পর অবশেষে যুদ্ধ থামানোর সুযোগ তৈরি হয়েছে।

জাতিসংঘের বৈঠক থেকে ফেরার পর কুপার বলেন, বিশ্ব এখন এমন এক পর্যায়ে এসেছে যখন যুদ্ধ শেষ করার ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে গাজার জন্য একটি সমঝোতা খুব শিগগিরই সম্ভব হতে পারে।

লেবার পার্টির সম্মেলনের আগে গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে কুপার ইসরায়েলকে নতুন সামরিক অভিযানের পথ থেকে সরে আসার আহ্বান জানান। তবে তিনি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগকে সমর্থন করেননি।

কুপারের মতে, এখন সবচেয়ে জরুরি কাজ হলো যুদ্ধবিরতি নিশ্চিত করা, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং জিম্মিদের মুক্তি দেওয়া।

গাজার জন্য হোয়াইট হাউসের একটি ২১ দফার পরিকল্পনা নিয়ে আলোচনার কথাও শোনা যাচ্ছে। সেখানে টনি ব্লেয়ারকে অস্থায়ী প্রশাসনের নেতৃত্বে দেখার প্রস্তাব রয়েছে, যদিও এ নিয়ে বিতর্ক আছে। এ বিষয়ে ব্লেয়ার উপযুক্ত ব্যক্তি কি না সে প্রসঙ্গে কুপার সরাসরি কিছু বলেননি।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনে এখন সত্যিকারের এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে। যদিও প্রক্রিয়াটি অত্যন্ত ভঙ্গুর এবং কঠিন, তবু অনেক দেশ শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তরিকভাবে কাজ করছেন।

কুপার জোর দিয়ে বলেন, এই যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই। ইসরায়েল কিংবা ফিলিস্তিন—দুই পক্ষের নিরাপত্তার জন্যই এখন নতুন দিক পরিবর্তন প্রয়োজন।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]