মালদ্বীপে ৪ বাংলাদেশির মরদেহ দেখতে হিমাগারে হাইকমিশনার
মালদ্বীপে গত কয়েক দিনে মৃত্যুবরণকারী চারজন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেখতে হাসপাতালের হিমাগারে যান মালদ্বীপস্থ বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানী মালের হিমাগারে উপস্থিত হয়ে হাইকমিশনার মরদেহগুলো পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন
স্বপ্নভরা প্রবাস জীবনের সমাপ্তি, মালদ্বীপে দুদিনে ৩ তরুণের মৃত্যু
লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
ইতালিতে কর্মস্থলে যাওয়ার পথে বাংলাদেশির আকস্মিক মৃত্যু
নিহতরা হলেন- আলম চাঁদ মিয়া (৪৩) — ২৩ অক্টোবর ইন্দ্রাগান্ধী মেমোরিয়াল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ২. মো. রাসেল (৩৮) ২৫ অক্টোবর এডিকে হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ৩. মো. ইমরান হোসেন (২৪), ২৬ অক্টোবর ইয়াস ন্যাচার রিসোর্ট মালদ্বীপে অকাল মৃত্যুবরণ করেন। ৪. রহমান মিয়া (৪২), ২৭ অক্টোবর এডিকে হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি নির্মাণকাজে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি
মো. রাসেলের মরদেহ কোম্পানির অর্থায়নে এবং দূতাবাসের সহযোগিতায় ২৮ অক্টোবর বাংলাদেশে পাঠানো হবে। আলম চাঁদ মিয়া অবৈধ হওয়ায় পরিবারের অনুরোধে তার মরদেহ পাঠানোর দায়িত্ব নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এছাড়া মো. ইমরান হোসেন ও রহমান মিয়ার মরদেহও কোম্পানির অর্থায়নে ও দূতাবাসের সহায়তায় বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
হাইকমিশনের সমবেদনা
‘মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের এই শোকের সময়ে আমরা তাদের পাশে আছি। প্রিয়জনদের মরদেহ যেন সম্মান ও মর্যাদার সঙ্গে দেশে পৌঁছানো যায়, সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
এমআরএম/এএসএম