মালয়েশিয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মালয়েশিয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার কুয়ালালামপুরের একটি হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সহ-দপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার আলহাজ এম এ কাইয়ুম।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ক্ষমতাসীনদের দুঃশাসনের কারণে দেশ থেকে গণতন্ত্র হারিয়ে গেছে। এ গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
‘বাংলাদেশের জনগণ যখন জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তার মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এ জায়গাটি যখন আওয়ামী লীগ কেড়ে নিয়ে ক্ষমতা দীর্ঘ করার জন্য একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করল তখন যে শূন্যতার সৃষ্টি হল তা পূরণ করতে জিয়াউর রহমান তার নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকামী মানুষকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। এক ঐতিহাসিক প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছিল।’
আলোচনা সভায় বক্তরা বলেন, বিএনপির ওপর বারবার আঘাত এসেছে, বিপর্যয় এসেছে। কিন্তু বিএনপি কখনও পেছনে ফিরে যায়নি। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের নেতাকর্মীরা এগিয়ে গেছেন। এজন্যই বিএনপি জনগণের কাছে জনপ্রিয়।
অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে বক্তারা বলেন, তিনি খুব অসুস্থ। এর মধ্যেও মাথানত করেননি। তাই আসুন নিজেদের মধ্যে ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি ভুলে ঐক্যবদ্ধ হই।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা খোকন, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়ালিউল্লাহ্ জাহিদ, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মাহমুদ, এস এম মোয়াজ্জেম হোসেন নিপু, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আব্দুলাহ আল মামুন লিটন, প্রচার সম্পাদক এসএম বশির আলম, সহ-স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সম্পাদক মঞ্জু খাঁ প্রমুখ।
এমএআর/জেআইএম