কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল ম্যারি সিমন

আহসান রাজীব বুলবুল
আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল , কানাডা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৭ জুলাই ২০২১

কানাডার ১৫৪ বছরের ইতিহাসে এই প্রথম একজন আদিবাসী নারীকে দেশটির ৩০তম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সুপারিশে দেশটির হেড অব স্টেট রানী দ্বিতীয় এলিজাবেথ গভর্নর জেনারেল হিসেবে ম্যারি সাইমনের এই নিয়োগ অনুমোদন করেছেন।

দেড় শতক আগে যে আদিবাসীদের পরাজিত করে কানাডায় প্রথমে ফ্রান্স এবং পরে ফ্রান্সকে পরাজিত করে বৃটিশ ঔপনিবেশিক শক্তি বিজয়ী হয়েছিল, এই ঘটনায় তার চাকা উল্টে আদিবাসীদের সঙ্গে কানাডিয়ানদের সম্পর্ক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করা হচ্ছে।

জাস্টিন ট্রুডো বলেন, ‘আমাদের উচ্চ পদে ম্যারি সিমনের মতো আরও নেতা দরকার। সত্যিকারের সমস্যাগুলো গ্রহণ এবং ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘ঠিক এটিই আমাদের এই পর্যায়ে এনেছে।’

এমএসএম/এমআরআর/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]