গ্রিসে প্রবাসীদের বসন্ত বরণ-পিঠা উৎসব

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না মতিউর রহমান মুন্না , গ্রিস প্রতিনিধি গ্রিস থেকে
প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২

শীতের শেষে বসন্তের আগমনে নানা রঙের ফুলে-ফলে প্রকৃতি সাজে নতুন রূপে। এ বুঝি এলো বসন্ত। প্রকৃতির পাশাপাশি ফাগুনের রঙ লেগেছে সবার মনে।

ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার রীতি বেশ পুরাতন। পাশাপাশি ভালোবাসা দিবস উদযাপনও এখন বাঙালি সংস্কৃতির অংশ। আর এবার বসন্তের আগমন ও ভালোবাসা দিবস একইদিনে হওয়ায় অন্যরকম মাত্রা পায় এই উৎসব।

বিজ্ঞাপন

এবার ইউরোপের দেশ গ্রিসের বাতাসেও যেন লেগেছিলো বাংলাদেশের ফাগুন হাওয়া। ফাগুন উৎসবে মেতেছিলো প্রবাসীরা। হলদে বরণ সাজ আর স্বত:স্ফূর্ত উপস্থিতিতে দূর প্রবাসেও যেন ভেসে উঠেছে এক টুকরো বাংলাদেশ।

এ যেন বিশ্বকবির ‘আজি দখিন-দুয়ার খোলা, এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো’ আহ্বান। গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো রঙ বেরঙের শাড়িতে বাসন্তী সাজে বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিতই পিঠা, নকশি পিঠা, দুধ পিঠা, ভাপা পিঠাসহ হরেক রকমের পিঠা তারা নিজের হাতে তৈরি করে নিয়ে আসেন অনুষ্ঠানস্থলে। রাজধানী এথেন্সে বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠন-দোয়েল একাডেমিতে এই বসন্ত বরণ ও পিঠা উৎসব এর আয়োজন করা হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন ইসমাইল হোসেন রনি ও ইকবাল হোসেন। সার্বিক সহযোগিয়া ছিলেন আ: কুদ্দুস শিকদার, সোহরাব হোসেন ইসমাইল, ইসমাইল হোসেন রানা, আনাম মোহাম্মাদ, শিমুল সৈকতসহ আরও অনেকেই।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com