চীনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইয়ুথ ক্যাম্পে বাংলাদেশি শিক্ষার্থীরা

চীনের চিয়াংশি প্রদেশে ‘নর্থ ইস্ট এশিয়ান ইয়ুথ ক্যাম্প অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। এ মেগা ইভেন্টে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন। এবারের প্রতিপাদ্য ছিল, ‘সাংস্কৃতিক দূত এবং শক্তি থেকে তারুণ্য’।
২৪ থেকে ২৬ সেপ্টেম্বর (তিনদিন) পর্যন্ত ইয়ুথ ক্যাম্পটি চিয়াংশি প্রদেশের রাজধানী নানছাং শহরে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
ক্যাম্পটি চায়না সং ছিং লিং ফাউন্ডেশন ও এসকে গ্রুপের যৌথ স্পন্সরে, ফরেন অ্যাফেয়ার্স অফিস অব চিয়াংশি প্রভিন্সিয়াল পিপলস গভর্নমেন্ট এবং চিয়াংশি প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস যৌথভাবে আয়োজন করে।
চিয়াংশি প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের ভাইস প্রেসিডেন্ট থু আনবের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন- চায়না সং ছিং লিং ফাউন্ডেশনের চেয়ারম্যান লি বিন এবং এসকে গ্রুপের চেয়ারম্যান কুই তাইইউয়ান।
এ সময় উপস্থিত ছিলেন- চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিসের পরিচালক ঝাও হুই, চায়না সং ছিং লিং ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বিভাগের ডেপুটি ডিরেক্টর ফ্যাং শিনওয়েন, এসকে গ্রুপের ভাইস প্রেসিডেন্ট থিয়ান ফুশি, চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর লিউ শিয়াওলি, চিয়াংশি ইউনিভার্সিটি অফ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর লিউ কিয়ান, নানছাং এভিয়েশন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর, গুও ঝাংহুয়াসহ অন্যান্য অতিথিরা।
শিক্ষার্থীরা নানছাং লিনেন টি রিসার্চ পার্ক, ভিআর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, নানছাং পোরসেলিন প্লেট আর্ট মিউজিয়াম, নানছাং কম্প্রিহেনসিভ বন্ডেড জোন, নানচাং জাপান-চায়না তাকামাতসু ফ্রেন্ডশিপ হল এবং অন্যান্য জায়গা পরিদর্শন করে।
ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির অনন্য আকর্ষণ ও চিয়াংশির উন্মুক্ত অর্থনীতির শক্তিশালী চালিকা শক্তি অনুভব করতে পারবে। অর্জিত বাস্তব অভিজ্ঞতা এবং কৌশল নিজ দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবে।
ইয়ুথ ক্যাম্পে বাংলাদেশ, ভারত, নেপাল, রাশিয়া, ইয়ামেন, পাকিস্তান, কাজাখিস্তান, জাম্বিয়া, পাপুয়া নিউ গিনি এবং চীন থেকে ৪০ জন শিক্ষার্থী অংশ নেন।
জেএস/এমআরএম/এমএস