বিদেশি শ্রমিক নিয়োগে দুর্নীতি: মালয়েশিয়ায় আরেক কর্মকর্তা আটক

বিদেশি শ্রমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি. শিবকুমারের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।
শুক্রবার এমএসিসির প্রধান কমিশনার তান শ্রী আজম বাকীর বরাতে আটকের খবর জানায় ফ্রি মালয়েশিয়া টুডে।
এর আগে ১২ এপ্রিল ব্যাংকক থেকে মালয়েশিয়ায় ফেরার পর রাত ১টার দিকে প্রথমে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট এক এজেন্টকে আটক করা হয়। পরের দিন ১৩ এপ্রিল সকালে মানবসম্পদ মন্ত্রণালয় ভবনে অভিযান চালিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাকে আটক করে কমিশন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে দুর্নীতি, সরকারি কর্মকর্তা আটক
এরপর থেকে মানবসম্পদ মন্ত্রণালয় ও এর সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর কর্মকর্তাদের ওপরও নজরদারি বাড়ায় কমিশন।
দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রয়োজনে এমএসিসিকে পূর্ণ সহযোগিতা দেবে মন্ত্রী শিবকুমার ও তার মন্ত্রণালয়।
জেডএইচ/এএসএম