ইতালিতে ঈদুল আজহা উদযাপন

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১১ পিএম, ৩০ জুন ২০২৩

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালি প্রবাসীরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার (২৮ জুন) সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশটির বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন করা হয়। ভ্রাতৃত্বের বন্ধনে প্রতি বছর এই দিনটিতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম উম্মাহ একত্রিত হয়ে নামাজ আদায় করেন।

রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও জাতীয় ঈদগাহ মাঠ, বাংলাদেশি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ভাঙ্গা দেয়ালের পার্ক, লালন পার্ক, প্রেনেসতিনা, পিয়াচ্ছা মিরতিসহ একাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রতিটি জামাতে উপচেপড়া মুসল্লিদের ভিড় ছিল। এছাড়াও যেসব স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয় তুসকোলানা, রে দি রোমা, অত্তাভিয়ানোসহ আরও অনেক স্থানে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে খোলা মাঠ ছাড়াও মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গত দুই বছর ধরে রেকর্ড সংখ্যক মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ বিগত দিনে করোনা মহামারির জন্য সরকারি অনেক বিধিনিষেধ ছিল। ফলে নামাজ কিংবা বিশেষ উৎসবে জনসমাগম হতে দেখা যায়নি।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান পিয়াচ্ছা ভিত্তোরিও ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। তিনি দেশে ও বিদেশের মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে কোরবানি দেই সেটা আল্লাহর গ্রহণ করবেন এটাই তিনি কামনা করেন। একই সঙ্গে, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও আঞ্চলিক সমিতির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিত্তোরিও ঈদ জামাতে অংশগ্রহণ করেছেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

জামাত শেষে এক অপরের সাথে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিটি জামাতে মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com