কিউইউটিবিএর উদ্যোগে বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির বাংলাদেশি অ্যাসোসিয়েশনের (কিউইউটিবিএ) উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেলভিন গ্রোভ ক্যাম্পাস সংলগ্ন ম্যাকাসী পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিউইউটিবিএ এর সভাপতি ফয়সাল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কিইউটিবিএ এর মেন্টর এবং স্কুল অব ম্যাকানিকাল, মেডিকেল অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারের প্রফেসর আজহারুল করিম, সিভিল অ্যান্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ভারপ্রাপ্ত হেড প্রফেসর ড. মাজহারুল শিমুল, বিজনেস অ্যান্ড ল ফ্যাকাল্টির প্রফেসর সাইফুল করিম, স্কুল অব ক্লিনিকাল হেলথ এর প্রফেসর নজরুল ইসলাম, স্কুল অব সিভিল অ্যান্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ড. সাবরিনা ফাওজিয়া, কম্পিউটার সায়েন্সের ড. চাঁদনী ইসলাম, রিসার্চ ফেলো ড. আবুল বাশার ও ড. জিয়াউর রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন শিক্ষক-স্টাফ ও পিএইচডি শিক্ষার্থীরা পরিবারের সদস্যসহ অংশ নেন। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর এমন আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশে আলোচনা ও দুপুরের খাবার গ্রহণ করেন। শিক্ষার্থীরা আয়োজনটিতে পৃষ্ঠপোষকতার জন্য শিক্ষক ও টিচিং স্টাফদের ধন্যবাদ জানান।

আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতি বছর সংগঠনের দুটি বড় ইভেন্ট যথাক্রমে পহেলা বৈশাখ ও ঈদ পুনর্মিলনীতে শিক্ষক ও টিচিং স্টাফরা সবাই অংশ নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আরও বেশি বর্তমান শিক্ষার্থীদের সংগঠনের আয়োজনে যুক্ত করতে আরো উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা দেশ থেকে বহুদূরে থাকার এ সময়ে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়ানোর জন্য সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে স্ব-স্ব অবস্থান থেকে আন্তরিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এছাড়া পরবর্তী প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধারণ ও লালন ও বন্ধন সুদৃঢ়ের জন্য ভাষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যথাযথ মর্যাদায় পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

লেখক: মামুন আ. কাইউম, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি, ব্রিসবেন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com