ভেনিস বাংলা স্কুলের ইফতার মাহফিল

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৯ মার্চ ২০২৫

ভেনিস বাংলা স্কুলের আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) স্কুল মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে এ সময় পবিত্র রমজানের গুরুত্ব এবং প্রবাসী প্রজন্ম শীর্ষক আলোচনা করেন স্কুল কমিটির উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালী, পলাশ রহমান, এমডি আক্তার হোসেন ও আব্দুর রহমান।

ভেনিস বাংলা স্কুলের ইফতার মাহফিল

ইফতার মাহফিলে বাংলা স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অভিবাসীরা উপস্থিত ছিলেন। স্কুল কমিটির সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী, শিক্ষিকা দিলরুবা জামান, ভেনিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এস কে এমডি জাকির হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভেনিস বাংলা স্কুলের ইফতার মাহফিল

আলোচনায় বক্তারা বলেন, ভেনিস বাংলায় স্কুল শুধু প্রবাসী প্রজন্মকে বাংলা শিখিয়ে সীমাবদ্ধ থাকে না। ধর্ম শিক্ষা, দেশপ্রেম ও সুস্থ সংস্কৃতি শিক্ষা দিতে প্রতি বছর ইফতার মাহফিলের মতো নানা আয়োজন করে থাকে। ইফতারের পূর্বে বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]