রোমে ‘গণহত্যা দিবস’ পালন

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৬ মার্চ ২০২৫

ইতালির বাংলাদেশ দূতাবাস রোমে, যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ ২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দূতাবাসের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে আত্মোৎসর্গকারী শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দিবসটি উপলক্ষে প্রদত্ত প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

আলোচনা অনুষ্ঠানে, ২৫ মার্চের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করা হয়।

রোমে ‘গণহত্যা দিবস’ পালন

এ সময় রাষ্ট্রদূত রকিবুল হক বলেন, ২৫ মার্চ কালোরাতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন যে, দিবসটি বাঙালির আত্মত্যাগের মহান স্বীকৃতির পাশাপাশি তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে চরম প্রতিবাদের প্রতীক।

তিনি ইতিহাসের বিভীষিকাময় সেই রাতের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রাখতে এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধপূর্ণ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান করেন।

রোমে ‘গণহত্যা দিবস’ পালন

এছাড়া, রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারসহ সব কর্মকাণ্ডের বাস্তবায়নে সর্বাত্মক গুরুত্ব আরোপ করেন।

পরে ২৫ মার্চ কালরাতের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]