আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের প্রকাশনা উৎসব শনিবার


প্রকাশিত: ১০:২৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

সংযুক্ত আরব আমিরাত জাতীয় কবিতা মঞ্চের বিভিন্ন প্রকাশনার মোড়ক উম্মেচন, একুশের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল (শনিবার) আবুধাবিতে অনুষ্ঠিত হবে।

আবুধাবির জাফফেরি রেস্টুরেন্ট হল রুমে রাত সাড়ে ৮টা থেকে এ অনুষ্ঠান শুরু হবে। এতে নবীন-প্রবীণ, কবি-সাহিত্যিক-সহ বিখ্যাত গুণীজন উপস্থিত থাকবেন।

আমিরাতে অবস্থিত সব কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছড়াকার, গল্পকার, পাঠক, সাহিত্যপ্রেমী এবং অন্যান্য সাহিত্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]