আমিরাত সংহতির বাঙালিয়ানা উৎসব শুক্রবার
সংযুক্ত আরব আমিরাত সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে ‘বাঙালিয়ানা উৎসব’ আগামিকাল শুক্রবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে।
এদিন শারজাহ ক্রিস্টাল প্লাজার কাছে উৎসবটি দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
বাংলা নববর্ষ উপলক্ষে এ উৎসবে থাকছে নববর্ষের পুঁথি, জারি, লোকনৃত্য, চিরায়ত বাংলা গান, নববর্ষের কবিতা, মেহেদি পরানো এবং পিঠা প্রদর্শনী।
উৎসবের সার্বিক তত্ত্বাবধানে আছেন সংহতি আমিরাত শাখার সহ-সভাপতি সৈয়দা দিবা।
সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে সংহতি সাহিত্য পরিষদ আমিরাত শাখার সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান অনুরোধ জানিয়েছেন।
বিএ