বার্সেলোনায় বৈশাখী মেলা ২১ মে


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৯ মে ২০১৭

স্পেনের বার্সেলোনায় বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে আগামী ২১ মে রোববার। বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটির একটি অংশ মেলা নিয়ে বিরোধীতা করলে প্রাথমিকভাবে জটিলতা তৈরি হয়। বর্তমানে সেটা কাটিয়ে উঠে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্দিষ্ট তারিখেই মেলা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন মেলা উদযাপন কমিটি।

অ্যাসোসিয়েশন কোলতুরাল-ই-উমানতারিয়াদে বাংলাদেশ এন কাতালুনিয়া (বাংলাদেশ সমিতি) গত ৩ মার্চ সংগঠনের কার্যকরী সভায় আগামী ২১ মে বার্সেলোনার প্লাসা মাকবায় বৈশাখী মেলা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে।

বিজ্ঞাপন

মেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবগত করতে গত ১২ মে সংগঠনটি বার্সেলোনার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে। এছাড়া মেলাকে প্রাণবন্ত করতে ১৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় বার্সেলোনার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় সভা করেছে সংগঠনটি।

বার্সেলোনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্লাসা মাকবায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘বৈশাখী মেলা ১৪২৪’ শিরোনামে মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাঠের ১২টি স্টলে থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারসহ অন্যান্য প্রদর্শনী। দুপুর ১টায় শহরের রামলা রাভাল থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার মূল অনুষ্ঠান শুরু হবে। এরপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ গান, নাচ ফ্যাশন শোসহ অন্যান্য অনুষ্ঠান হবে। এবারের মেলায় বাংলাদেশ থেকে অতিথি শিল্পী হিসেবে আসবেন কণ্ঠশিল্পী মামুন ও মৌটুসি। সঙ্গে অংশ নেবেন বার্সেলোনার স্থানীয় শিল্পীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ইতোমধ্যে মেলা উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় শিল্পীরা মেলায় পারফরমেন্স করার জন্য প্রতিদিন সম্মিলিতভাবে রিহার্সাল করে যাচ্ছেন। বাঙালির প্রাণের উৎসব এই বৈশাখী মেলা প্লাসা মাকবায় প্রতি বছর প্রবাসি বাঙালির জন্য দেশীয় সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়। আর সেটা উপভোগ করার জন্য কমিউনিটির বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।

জেডএ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com