পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ঈদ পুনর্মিলনী

নাঈম হাসান পাভেল
নাঈম হাসান পাভেল নাঈম হাসান পাভেল , পর্তুগাল প্রতিনিধি পর্তুগাল থেকে
প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৭

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৩ সেপ্টেম্বর) এই ঈদ পুনর্মিলনীতে পর্তুগালের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তাদের নিয়োগকারী কর্মকর্তা, সহকর্মী ভারত, নেপাল ও পাকিস্তানসহ অন্যান্য দেশের নাগরিকরাও যোগ দেন।

সাও টেওটোনির একটি বিশাল খামার বাড়িতে স্থানীয় সময় বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হয়। এতে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতের ঈদের শুভেচ্ছা বক্তব্যের পরেই অনুষ্ঠানে আগত সব অতিথিকে র্যা ফেল ড্র এর কুপন দেয়া হয়। পরে বাংলাদেশ দূতাবাস দল এবং প্রবাসী বাংলাদেশি দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এরপর নারীদের বালিশ পাসিংয়ের আদলে উত্তেজনাপূর্ণ বল পাসিং অনুষ্ঠিত হয়।

পরে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যা ফেল ড্র। এতে বিজয়ী ৩০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত রুহুল আলম।

আনন্দ আয়োজনের অন্যতম অংশ ছিল প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত কয়েকজন বাংলাদেশি গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষভাগে পরিবেশন করা হয় রাতের খাবার। এতে দেশীয় ঈদ আয়োজনের সঙ্গে মিল রেখে কোরবানির মাংসসহ সেমাই, পোলাও, মুরগির রোস্ট, খাসির রেজালা, ডিম এবং পানীয় দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার কথা অত্যন্ত ধৈর্য সহকারে শোনেন। এবং প্রবাসীদের সুনির্দিষ্ট প্রশ্নের জবাব দেন।

এমএমজেড/জেএইচ/আইআই

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]