ফেসবুকে অপপ্রচার : সৌদিতে বাংলাদেশি যুবক গ্রেফতার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোয় লিটন গাজী নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। স্থানীয় সময় রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রিয়াদের কমিনিটি নেতাদের নিয়ে মিথ্যা ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচার করার অভিযোগ রয়েছে।
গ্রেফতারের আগে লিটন গাজী তার ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে এসব কর্মকাণ্ডের পেছনে আবু সায়েদ নামে তথাকথিত এক বিএনপি নেতার পরিচয় উল্লেখ করা হয়েছে। আবু সায়েদের বিরুদ্ধে দূতাবাসে দালালি, গৃহকর্মীদের দেশে ফেরতের নামে টাকা আদায়সহ নানা অভিযোগ রয়েছে।
ভিডিও বার্তায় লিটন গাজী বলেন, সৌদি আরবে বসবাসের কাগজপত্র ঠিক করে দেয়া এবং বিএনপিতে পদ প্রদানের মিথ্যা আশ্বাসে তাকে দিয়ে এসব কাজ করিয়েছেন আবু সায়েদ।
এমএমজেড/আরএস/এমএস