যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:০১ এএম, ২৯ মার্চ ২০২০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু হয়েছে। ২৭ মার্চ দুপুর ২টায় বাবা এবং একই দিন রাত ৩টায় ছেলে মারা যান। মৃতের স্ত্রীও বর্তমানে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে, বাবা রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সাইডের সাবেক সভাপতি আহসান সুমনের বড় ভাই। তিনি নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের বাড়ির ভাড়াটিয়া।

তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার কাজীর পাগলা গ্রামে। তারা প্রায় তিন যুগ ধরে নারায়ণগঞ্জে বসবাস করছেন। তিনি ১৯৯১ সালে ডিবি লটারিতে যুক্তরাষ্ট্রে যান।

কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার বলেন, করোনায় একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি খুবই মর্মান্তিক। প্রথমে তাদের মৃত্যুর কথা বিশ্বাস হয়নি আমার। পরে যুক্তরাষ্ট্রে খোঁজখবর নিয়ে জানতে পারি বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের স্বজনদের সঙ্গে আমার কথা হয়েছে।

শাহাদাত হোসেন/এএম/এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]