লেবাননে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৩৫০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২ এএম, ১৫ আগস্ট ২০২২

লেবাননের রাজধানী বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে সকাল থেকেই ছিল বাংলাদেশিদের ভিড়। সবাই এসেছে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ নিতে।

রবিবার (১৪ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেবানন ইউনিফিল এ নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম প্রায় সাড়ে ৩ শতাধিক বাংলাদেশিকে এই সেবা দিয়েছেন।

বিজ্ঞাপন

লেবাননের জলসীমানায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাস যৌথভাবে এই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, বানৌজা সংগ্রামের সার্জন লেফটেন্যান্ট সাইয়েদ গালিব, বানৌজা সংগ্রামের ক্যাপ্টেন এম জাহিদ হোসেন ও দূতাবাসের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন।

বানৌজা সংগ্রামের সার্জন লেফটেন্যান্ট বলেন, চিকিৎসা পেয়ে বাংলাদেশিরা অনেক খুশি। আমরা সর্বাত্মক চেস্টা করছি এবং আমাদের এই বিনামূল্যে চিকিৎসাসেবা ভবিষ্যতেও সাধারণ বাংলাদেশিদের জন্য অব্যাহত থাকবে।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসাসেবা নিতে আসা বাংলাদেশিরা দূতাবাস ও বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিমের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লেবাননের স্বাস্থ্যখাতে চলমান সংকটময় মূহুর্তে এই চিকিৎসা সেবা আমাদের জন্য খুবই উপকারী।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

লেবাননে চলমান অর্থনৈতিক মন্দার কারনে স্বাস্থ্যখাতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। কয়েকগুন দাম বেশি দিয়েও ফার্মেসিগুলোতে চাহিদামত প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না অর্থাকস্টে থাকা বাংলাদেশিরা।

জেএস/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com