মালদ্বীপ প্রবাসী অসুস্থ শফিকুলকে প্লেনের টিকিট হস্তান্তর

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৬ জানুয়ারি ২০২৩

গুরুতর অসুস্থ মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি কর্মী মোহাম্মদ শফিকুল ইসলামকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি প্লেনের টিকিট হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) অসুস্থ সফিকুল ইসলামের হাতে টিকিট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এ সময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ শফিকুল ইসলাম কর্মক্ষেত্রে কাজের সময় হাতে গুরুতর আঘাত পান। এ ঘটনায় তিনি একটি হাত হারান। আগামী ২৭ জানুয়ারি তিনি বাংলাদেশে ফিরবেন। শফিকুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়।

এমএএইচ/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com