মালয়েশিয়ায় নদীতে মিললো বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩
মালয়েশিয়ার কুচিংয়ের ভাসমান মসজিদের পাশের নদী থেকে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ তুলছেন ওয়াটার রেসকিউ টিম (পিপিডিএ) ইউনিটের সদস্যরা। ছবি- সংগৃহীত

মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের কুচিংয়ের জালান গম্বিরের ভাসমান মসজিদের পাশের নদীতে মিললো বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ। ইরফান সাদিক (২১) নামে এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সাদিকের নদীতে পড়ে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশিয়ার বেরিতা হারিয়ানের খবরে বলা হয়েছে, সোমবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পাদুঙ্গান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) এবং পিপিডিএ বাটু লিন্টাং-এর বেশ কয়েকজন কর্মী।

সারাওয়াক ফায়ার অপারেশনস সেন্টার সূত্রে জানা গেছে, সারওয়াক রাজ্যের কুচিংয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ইরফান সাদিক। বিকেল ৫টা ৫৬ মিনিটে ওয়াটার রেসকিউ টিম (পিপিডিএ) ঘটনাস্থল থেকে প্রায় ৩ মিটার দূরে তাকে খুঁজে পায়। পরে রেসকিউ টিম তার মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী পদক্ষেপের জন্য সাদিকের মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইরফান সাদিকের বাড়ি বাংলাদেশে কোথায়, এখনও তা জানা যায়নি।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]