অত্যাচারমুক্ত জীবন লাভের দোয়া

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

অত্যাচার মারাত্মক অন্যায়। আল্লাহ তাআলা অত্যাচারী বান্দাকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা কুরআনের অনেক জায়গায় মানুষের প্রতি অত্যাচার করতে নিষেধ করেছেন। এমনকি অত্যাচারীদের সঙ্গী হতেও আশ্রয় লাভের কৌশলও শিখিয়েছেন। যাতে মানুষ কোনো ভাবে অত্যাচারমূলক কাজে জড়িত না হয়।

আল্লাহ তাআলা সুরা আরাফের ৪৭ নং আয়াতে এ রকম একটি আয়াত নাজিল করেছেন। যাতে উম্মতে মুহাম্মাদি অত্যাচারী না হয়। দোয়াটি হলো-

رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِيْنَ
উচ্চারণ : রাব্বানা- লা- তাঝআ’লনা- মাআ’ল ক্বাওমিজ জা-লিমিনি।
অর্থ : ‘হে আমাদের প্রভু! আমাদেরকে জালিমদের সঙ্গী করো না।’ (সুরা আ’রাফ : আয়াত ৪৭)

মানুষের জন্য সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় সবচেয়ে বড় জুলুম বা অত্যাচার।’

সুতরাং এ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে শিরকের মতো বড় অত্যাচার থেকে হেফাজত করতে পারেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সার্বিক অত্যাচার ও নির্যাতন করার মানসিকতা মুক্ত জীবন লাভের তাওফিক দান করুন। অত্যাচারী সম্প্রদায়ের সঙ্গী হওয়া থেকেও রক্ষা করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।