১৬১ ফ্লাইটে দেশে ফিরেছেন ৬০ হাজার ৩৫৯ জন হাজি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত ৬০ হাজার ৩৫৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের সর্বমোট ১৬১টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৮টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৮৩টি। জেদ্দা হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে গত ২১ আগস্ট। হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে সর্বমোট ১১৮ জন

বিজ্ঞাপন

সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ১১৮ জন বাংলাদেশি (পুরুষ ৯৭ জন ও নারী ২১ জন) ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে মক্কায়৭৬ জন, মদিনায় ১২ জন, জেদ্দায় ২ জন, মিনায় ১৮ জন এবং আরাফাতে ১০ জন মারা যান।

পবিত্র হজ পালন শেষে হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ২৭ আগস্ট, শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

উল্লেখ্য চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের মোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।

আরএম/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।