কর্মব্যস্ততায় যেসব জিকির করবেন

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ৩০ নভেম্বর ২০২১

কর্মব্যস্ত অবস্থার জিকির আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম উপায়। মুমিন বান্দা আল্লাহর জিকির ও দোয়ার মাধ্যমে দিনের সূচনা করে থাকেন। কাজের সময় মুখ অবসর থাকলেও তারা এ জিকির ও দোয়ার মাধ্যমেই নিজেদের জীবন পরিচালনা করে থাকেন। কর্মব্যস্ততার সময় কোন কোন জিকির করবে মুমিন মুসলমান?

এমনিতে প্রত্যেক মানুষকেই সারাদিন ও রাতের কিছু সময় বিভিন্ন কাজেকর্মে ব্যস্ত থাকতে হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকনির্দেশনা অনুসারে চাইলে সব ব্যবস্তার মাঝেও আল্লাহর জিকের নিজেদের জিহ্বাকে সতেজ রাখা যায়।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেসব জিকির বেশি বেশি পালনের জন্য উৎসাহ প্রদান করেছেন; কর্মব্যস্ততার সময় সে জিকিরগুলোই সর্বোত্তম। তাহলো-

> لَا اِلَهَ اِلَّا الله : ‘লা ইলাহা ইল্লাল্লাহ’;

> سُبْحَانَ الله : ‘সুবহানাল্লাহ’;

> اَلْحَمْدُ لله : ‘আলহামদুলিল্লাহ’;

> اَللهُ اَكْبَرْ : ‘আল্লাহু আকবার’;

> لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ : ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’;

> اَسْتَغْفِرُالله : ‘আসতাগফিরুল্লাহ’;

> اَللَّهُمَّ صَلِّى عَلَى مُحَمّدٍ صَلَىْ اللهُ عَلَيْهِ وَ سَلَّم : ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’;

> اَللَّهُمَّ أَسْئَلُكَ العَافِيْة : ‘আল্লাহুম্মা আসআলুকাল আফিয়্যাহ’ ইত্যাদি।

মনে রাখতে হবে

এ জীবন মহান আল্লাহর দেয়া নেয়ামত। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা তাঁর অপার রহমত। তাই কৃতজ্ঞতা জ্ঞাপনে দিন-রাতের সব কাজের ফাঁকে, বিশেষ করে যখন মুখের কোনো কাজ থাকে না তখন জিকির করা। জিকিরে যথাসম্ভব গভীর মনোযোগ দিয়ে নিরবে নিঃশব্দে (চুপি চুপি) এসব জিকিরে নিজেদের জিহ্বাকে আদ্র রাখাই হবে মুমিন মুসলমানের অন্যতম কাজ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কর্মব্যস্ত সময়ে তাঁর জিকিরে নিজেদের জিহ্বাকে আদ্র করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।