মদিনার মসজিদে কুবা প্রাঙ্গণে চলছে ‘মদিনা প্রদর্শনী’


প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৫ মার্চ ২০১৭

‘মদিনা বিশ্বাসের আবাস’ নামে মদিনার ঐতিহাসিক কুবা মসজিদ প্রাঙ্গণে চলছে মদিনা প্রদর্শনী। এ প্রদর্শনীতে মদিনার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
Madina
২০১৭ সালে ইসলামি বিশ্বের পর্যটন রাজধানীর মর্যাদায় উন্নীত হয় মদিনা। এ উপলক্ষ্যে মসজিদে কুবা প্রাঙ্গণে মদিনার স্থির চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
Madina
প্রদর্শনী উপলক্ষে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য দর্শনার্থী ও ওমরা পালনকারীরা মসজিদে কুবার প্রাঙ্গণে উপস্থিত হচ্ছে বলে জানিয়েছেন প্রদর্শনীর পরিচালক মানসুর মুহাম্মদ আল গিফারি।
Madina
তিনি আরো বলেন, ‘এ প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীদেরকে মদিনা শহরের ঐতিহ্য ও ইসলামের ইতিহাসে মদিনার অনন্য অবদানের কথা ওঠে এসেছে। বিশেষ করে বিশ্বনবির মাদানি জীবনের জীবন্ত চিত্র ফুটে ওঠেছে।
Madina
প্রদর্শনীটিকে ১৫টি আলাদা আলাদা ভাগে মদিনা শহরের বিভিন্ন রূপ ও ঐতিহ্য আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি ও তুর্কি ভাষায় তুলে ধরা হয়েছে।

কিং আবদুল আজিজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রদর্শিত এ প্রদর্শনীতে এ ফাউন্ডেশনের অসামান্য অবদানও তুলে ধরা হয়েছে।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।