জুমআর নামাজ ফরজ হওয়ার শর্তাবলী


প্রকাশিত: ১০:৫০ এএম, ৩১ মার্চ ২০১৬

আল্লাহ তাআলার ইবাদাত-বন্দেগির মধ্যে নামাজ হচ্ছে মর্যাদাপূর্ণ ইবাদাত। এ জন্য আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের ব্যাপারে অত্যাধিক গুরুত্বারোপ করেছেন। আর নামাজের মধ্যে জুমআর দিন এবং জুমআর নামাজ হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। এ নামাজ আদায়ের জন্য রয়েছে ১২টি শর্ত। যা এখানে তুলে ধরা হলো-

মুসল্লির জন্য ৬টি শর্ত
১. স্বাধীন হওয়া।
২. পুরুষ হওয়া।
৩. মুকিম হওয়া অর্থা সফর অবস্থায় না থাকা।
৪. সুস্থ হওয়া।
৫. প্রাপ্ত বয়স্ক হওয়া। এবং
৬. জ্ঞান সম্পন্ন হওয়া।

জুমআ আদায় সংক্রান্ত ৬টি শর্ত
১. সময় : জোহরের সময় নামাজ আদায় করা।
২. খুতবা : নামাজের পূর্বে দুটি খুতবা প্রদান করা।
৩. জামাআত : নামাজ জামাআতের সহিত আদায় করা।
৪. শহর ব শহরতলী হওয়া। অর্থাৎ যেখানে লোক সমাগম হয়।
৫. বাদশাহ বা তাঁর প্রতিনিধি উপস্থিত হওয়া।
৬. নামাজের অনুমতি : সকল মানুষের জন্য নামাজ আদায়ের অনুমতি থাকা।

সুতরাং যারা এ শর্তগুলোর আওতায় থাকবে। তাদের জন্য জুমআর নামাজ আদায় করা ফরজে আইন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ গুরুত্বপূর্ণ নামাজ আদায়ের তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।