নারী দিবসে যা বলছেন নেটিজেনরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৮ মার্চ ২০২৫

প্রতি বছরের মতো এবারও ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক নারী দিবস’। নারী-পুরুষের সমতার লক্ষ্যে এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে প্রতি বছর দিবসটি পালিত হয়। দিবসটির ছোঁয়া লাগে সোশ্যাল মিডিয়া ফেসবুকেও। বিভিন্নজন তাদের মনের কথা প্রকাশ করেছেন দিবসটি উপলক্ষে।

শহিদুল ইসলাম নিরব লিখেছেন, ‘নারী আমাদের মা, মেয়ে, বোন ও অর্ধাঙ্গিনী। তাঁদের স্থান আমাদের হৃদয়ে, মগজে ও চোখের তারায়। সকল নারীর প্রতি শ্রদ্ধা।’

সানাউল হক সানী লিখেছেন, ‘যেই দেশে ৮ বছরের শিশুকে আপন বোনজামাই ধর্ষণ করে! এমনকি বোনজামাই এবং তার বাবা একসঙ্গে। সেই দেশে আবার কিসের নারী দিবস! কিসের দিবস উদযাপন? পুরুষ এবং রাষ্ট্রের তো লজ্জায় মুখ লুকিয়ে থাকা উচিত।’

আরও পড়ুন

শারমিন হক লিখেছেন, ‘আন্তর্জাতিক মানুষ দিবস থাকা খুউব দরকার। দরকার মনুষ্যত্ব, বিবেক থাকা।’

ওয়াকিলা তাবাসসুম মুমু অনেকটা আক্ষেপ করে লিখেছেন, ‘একদিনের নাটকীয় নারী দিবস প্রত্যাহার করলাম।’

সাদিক খান লিখেছেন, ‘নাড়ী না কাটা অবধি পুরুষ তুমিও ছিলে নারীতে/ বাইরে এসে তুমিই মাতো নারীর সম্ভ্রম হরিতে।’

পাভেল রহমান লিখেছেন, ‘মানুষ জিতলেই জিতে যায় নারী, পুরুষও। ফেসবুক মেমোরি বলছে, ২০১৮ সাল থেকে প্রতি বছর ৮ মার্চে এই স্ট্যাটাসটিই লিখি আমি। এবারও পোস্ট করলাম। মানুষের জয় হোক...’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।