প্রথমবার এসএ২০ চ্যাম্পিয়ন রশিদ খানের কেপটাউন

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০-তে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে এমআই কেপটাউন। রশিদ খানের নেতৃত্বে সানরাউজার্স ইস্টার্ন কেপকে ৭৬ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে তারা।
শনিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৮১ রান করে কেপটাউন। জবাবে এইডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স গুটিয়ে যায় ১৮.৫ ওভারে মাত্র ১০৫ রানে।
দলগত চেষ্টায় বিশাল সংগ্রহ তোলে কেপটাউন। দলের হয়ে কনর এস্টারহুইজেন ২৬ বলে ৩৯, ডিওয়াল্ড ব্রেভিস ১৮ বলে ৩৮, রায়ান রিকেল্টন ১৫ বলে ৩৩, রসি ফন ডার ডুসেন ২৫ বলে ২৩ ও জর্জ লিন্ডে ১৪ বলে ২০ রান করেন। এতেই কেপটাউনের বোর্ডে জমা হয় ১৮১ রান। সানরাইজার্সের হয়ে ২টি করে উইকেট নেন মার্কো জানসেন, রিচার্ড গ্লিসন ও লিয়াম ডাওসন।
১৮২ রানের লক্ষ্য তাড়ায় সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩০ রান করেন জন অ্যাবেল। টনি ডি জর্জি ২৩ বলে ২৬ ও ক্রিস্টান স্টাবস ১৫ বলে ১৫ রান করেন। বাকিদের কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
কেপটাউনের হয়ে ২৫ রানে ৪ উইকেট নেন কাগিসো রাবাদা। ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ড ও জর্জ লিন্ডে।
এমএইচ/