বাঁচামরার ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছে ৪-১ ব্যবধানে। চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে। ভারতীয়দের কাছে যেন পাত্তাই পাচ্ছে না ইংল্যান্ড।

আজ রোববার কটকের বারাবাতি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে ইংলিশদের। না হয় এক ম্যাচ হাতে রেখেই ঘরে তুলে নেবে ভারত।

বাঁচামরার ম্যাচে টস জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। জানিয়ে দিয়েছেন, আগে ব্যাটিং করবেন তারা।

ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি। বাদ পড়েছেন যসশ্বী জয়সওয়াল। বোলিং আক্রমণে কুলদীপ যাদবকে বিশ্রামে বসিয়েছে ভারত। তার বদলে ওয়ানডে দলে অভিষেক হয়েছে স্পিনার বরুণ চক্রবর্তীর।

ইংল্যান্ড একাদশ:

ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জশ বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।